কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রামানদীপ সিং এক পডকাস্টে দলের ভেতরের খবর ফাঁস করেছেন, যেখানে তিনি জানিয়েছেন, তার অনেক সতীর্থ ভার্চুয়াল গেমে জুয়া খেলেন। বাজির পরিমাণ কখনো ২০ হাজার, আবার কখনো ১০ লাখ রুপি পর্যন্ত হতে পারে।
আইপিএলের ১৮তম আসর চলছে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় মৌসুম খেলছেন রামানদীপ। গত বছর মাত্র ২০ লাখ রুপিতে দলে যোগ দিলেও এবার তার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি রুপি। এই সময়ের মধ্যে তিনি ড্রেসিংরুমের অভিজ্ঞতা থেকে সতীর্থদের সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন।
পডকাস্টে তিনি জানান, দলীয় হোটেল, অনুশীলন ক্যাম্প কিংবা গেমরুমে অনেক ক্রিকেটার ফিফা ও পোকারের মতো ভার্চুয়াল গেমে একে অপরের সঙ্গে বাজি ধরে খেলেন। শ্রেয়াস আইয়ার, বিবেক, নীতিশ রানা, বৈভবসহ অনেকেই এসব গেমে দক্ষ। তিনি নিজেও বৈভব ও শ্রেয়াসের সঙ্গে বাজি ধরতেন।
বাজির পরিমাণ নিয়ে তিনি বলেন, “ফিফায় সাধারণত ২০-২৫ হাজার রুপি থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত বাজি ধরা হয়। তবে পোকারে বাজির অঙ্ক আরও বড় হয়, সেখানে লাখ লাখ রুপি খেলা হয়।”
উল্লেখ্য, শ্রেয়াস আইয়ার বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এবং নীতিশ রানা যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে, তাই এবার তারা কলকাতার অংশ নন।