Home » news » সন্ধ্যার পর চবি শহিদ মিনারে নামে দর্শনার্থীদের ঢল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। নিয়মিতই এখানে দেখা যায় দর্শনার্থীদের আনাগোনা। দিনের বেলা দর্শনার্থীদের আগমন তো স্বাভাবিক। কিন্তু, সন্ধ্যার পরেও দেখা মেলে অনেককে।
সোমবার (১৪ অক্টোবর ২০২৪) মাগরিবের পর চবি শহিদ মিনার প্রাঙ্গণে সরেজমিনে পরির্দশন করলে দেখা যায় বিভিন্ন হলের শিক্ষার্থী সহ বহিরাগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে আড্ডা দিচ্ছেন এখানে।
এসময় ঘুরে বেড়ানো ক্রিমিনোলজি & পুলিশ সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এস এম সিহাব বলেন, “ছুটির দিনে শহিদ মিনার প্রাঙ্গণে অনেক দর্শনার্থী ঘুরতে আসেন। আমিও ঘুরে ঘুরে আড্ডা দিচ্ছি। পাহাড় আর গাছপালায় ঘেরা এই প্রাঙ্গণ সত্যিই মনোমুগ্ধকর ও স্নিগ্ধ।”
সিয়াম//বিএন