ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের ১৪০ তম সভায় ছাত্রদের রাত ১১ টা এবং নারী শিক্ষার্থীদের মাগরিব বাদ ১৫ মিনিটের মধ্যে হলে প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির সূত্রে, সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিবের বরাত দিয়ে বলা হয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও রক্ষায় কাজ করে আসছে। এ ধরণের নির্দেশনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের স্বাধীনতা, জীবনযাত্রা বাঁধাগ্রস্থ হবে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠতে পারে এবং স্বাধীন চিন্তা, মতপ্রকাশ ও মুক্ত পরিবেশে জীবনযাত্রা পরিচালনা করতে পারে তার সুব্যবস্থা সৃষ্টি করা উচিত। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এ সান্ধ্যকালীন নির্দেশনা বাস্তবায়িত করে তাহলে উপরোক্ত বিষয়গুলি বাঁধাগ্রস্থ হবে যা কোনো শিক্ষার্থীরই কাম্য নয়। সুতরাং এই সান্ধ্যকালীন নির্দেশনা অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও উন্নত শিক্ষাঙ্গন হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে।
প্রতিবাদের বিষয়ে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, প্রভোস্ট কাউন্সিল শিক্ষার্থীদের কোন ধরনের মতামত না নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। যা কাম্য নয়। আমরা আশা করবো প্রশাসন এই সিদ্ধান্ত অতি দ্রুত প্রত্যাহার করবে এবং পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।
তামিম//বিএন