রুশাইদ আহমেদ: আজ ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ—চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে মুখোমুখি হচ্ছে শেফিল্ড ইউনাইটেড ও সান্ডারল্যান্ড।
এই ম্যাচের একদিকে যেমন প্রিমিয়ার লিগে ওঠার সম্ভাবনা, তেমনি অন্যদিকে রয়েছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশের হিসাবে ৩৬৫ কোটির বেশি টাকা) আয়ের হাতছানি। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই শেফিল্ডের হয়ে মাঠে নামছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
বাংলাদেশ স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের প্রখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে এই লড়াইয়ে নামবে শেফিল্ড ও সান্ডারল্যান্ড। এ দুদলের মধ্য হতে বিজয়ী দল প্রিমিয়ার লিগে উত্তরণের সুযোগ পাবে। সঙ্গে থাকছে প্রায় ৩০ কোটি ডলারের সম্ভাব্য সুযোগ।
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা মূলত লেস্টার সিটির খেলোয়াড়। তবে চলতি মৌসুমে তিনি শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলছেন। এই মৌসুমের শেষ ম্যাচেই তার সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ।
মৌসুম শেষে লেস্টারে ফিরবেন নাকি শেফিল্ড স্থায়ীভাবে তাকে দলে নেবে, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে ভালো পারফরম্যান্স তাঁর ভবিষ্যতের গতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মত ফুটবলবোদ্ধাদের।
ইংল্যান্ডের প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ তিন দল সাধারণত প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়। এদের মধ্যে লিগ শেষে শীর্ষ অবস্থানে থাকা প্রথম দুদল সরাসরি কোয়ালিফাইড বলে গণ্য হয়।
আর তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দল দুটির মধ্য হতে প্লে অফের মাধ্যমে একটি দল কোয়ালিফাই করে থাকে। তবে এই প্লে অফ ম্যাচে বিজয় অর্জন করলেই ক্লাবগুলো সম্প্রচার আয়, স্পনসরশিপ ও ম্যাচ ডে আয় থেকে মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে।
প্রসঙ্গত, হামজার শেফিল্ড ইউনাইটেড গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিল। তবে ম্যাচ জয়ের সংখ্যা খুব বেশি না হওয়ায় শীর্ষ লিগে টিকে থাকতে পারেনি দলটি।অপর দিকে, সান্ডারল্যান্ড ২০১৭ সাল থেকেই প্রিমিয়ার লিগের বাইরে রয়েছে।
আজকের ম্যাচটি তাই শুধু অর্থনৈতিকভাবে নয়, প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে দুই ক্লাবের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হামজা চৌধুরীর মতো একজন তরুণ মিডফিল্ডার যদি এমন এক ‘সবচেয়ে দামি ম্যাচে’ নিজেকে প্রমাণ করতে পারেন, তবে নির্ঘাৎ তা তাঁর ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশি ফুটবল অনুরাগীদের জন্যও হয়ে উঠবে দারুণ গর্বের মুহূর্ত।