সবুজ কুড়ি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সবুজ কুড়ি কিন্ডারগার্টেন ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজ ২২ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র,ঈশ্বরদীর পুরো স্টেশনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিন সকাল থেকেই অভিভাবকরা সন্তানদের নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে থাকেন। দিনভর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
পুরো অনুষ্ঠান জুড়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য মোট ৪৫টি এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩৪টি ইভেন্ট ছিলো। প্রতিটি ইভেন্টের জন্য প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ড. মো. আলতাফ হোসেন (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এবং শিক্ষার্থীদের উদ্যেশ্যে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন, যার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।