চাঁদপুরের মতলব উত্তরে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচ ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করেছে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গজরা ইউনিয়নের ডুবগী গ্রামে পাম্প হাউসের সেচ ক্যানেলের জায়গায় ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের সময় তারা চাঁদা দাবি করে। স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের আটক করে থানায় সোপর্দ করে।
আটককৃতরা হলেন মোহনপুর গ্রামের আবুল হাসেমের ছেলে মো. হেলাল, মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের শামসুল হক দর্জির ছেলে নজরুল ইসলাম, মনির হোসেনের ছেলে মো. আকাশ এবং কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে মো. নিরব। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গজরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হাজী আবুল হোসেন, মামুন চিশতী ও সিপন জানান, পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারের মাধ্যমে এই খালের খননকাজ চলছে। এলাকাবাসী মিলে এখান থেকে উত্তোলিত বালু মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান ভরাটে ব্যবহার করছে। তবে আটক ব্যক্তিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে।
ছাত্র আন্দোলনের প্রতিনিধি একেএম নাজমুল হাসান, খালেদ মাহমুদ ও তামিম ইসলাম বলেন, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন সবার জন্য সমান, এবং অপরাধীদের শাস্তি পেতেই হবে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। চাঁদাবাজির অভিযোগে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, মাটি খননের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করে বিক্রি করার অনুমতি নেই।
আরএ//বিএন