সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল করা মিষ্টি গ্রেপ্তার
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) রাতে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান লিখিত অভিযোগে জানান, গত শনিবার রাতে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি ও তার সঙ্গীরা টাঙ্গাইল সদর থানার আকুর টাকুর পাড়া এলাকার পাঁচতলা ভবনের ষষ্ঠ তলা ভেঙে সেখানে থাকা ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এছাড়া তারা আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও মিষ্টি বাসা দখল করার জন্য ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বাসাটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।
মামলা দায়েরের পর, মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়, তবে তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে জানায় টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা মিষ্টির অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।