রুশাইদ আহমেদ: সমালোচনার মুখে মঙ্গল শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিবাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রতীকী মোটিফ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করেন।
গণমাধ্যমকে ড. আজাহারুল ইসলাম শেখ জানান:
❝জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বীরত্বগাঁথা তুলে ধরতে প্রতীকী মোটিফ তৈরির একটি প্রাথমিক স্কেচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আবু সাঈদের পরিবার এবং নানা মহল এ প্রসঙ্গে অনাগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য আমরা পরিকল্পনাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।❞
এর আগে, গত সোমবার (২৫ মার্চ) তিনি জানিয়েছিলেন, এবারের শোভাযাত্রায় চারটি বড় আকারের ভাস্কর্য রাখার পরিকল্পনা ছিল। এর মধ্যে ছিল ২০ ফুট দীর্ঘ শহীদ আবু সাঈদের ভাস্কর্য, একটি বাঘ, একটি পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য।
সেই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আবু সাঈদের পরিবারের সদস্য এবং বিভিন্ন মহলের অনেকে সমালোচনা করে আসছিলেন। তাঁরা দাবি করেন, আবু সাঈদ খোদ ‘ভাস্কর্যভিত্তিক রাজনীতির বিরোধী’ ছিলেন। পাশাপাশি, এ ধরনের সিদ্ধান্ত আবু সাঈদের পরিবারের ধর্মীয় মূল্যবোধেরও পরিপন্থী বলে উল্লেখ করেন তাঁরা।