শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বন্ধ ছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাস চলাচল।
১ লা জুলাই থেকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।তারই অংশ হিসেবে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে এতদিন চালু ছিল বাস চলাচল এবং খোলা ছিল কেন্দ্রীয় গ্রন্থাগার।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় নিয়মিত বাস চলাচল।
এ বিষয়ে হাবিপ্রবির যন্ত্র মেরামত ও পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন বলেন, সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে আজকের বাস চলাচল বন্ধ ছিল। এতদিনে বাস চলাচল চালু থাকলেও আজকে বন্ধ রাখা হয়েছে।
এখন থেকে নিয়মিত বাস চলাচল বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।তবে আজকের দিনের মতো বাস চলাচল বন্ধ থাকবে। কর্মবিরতির ফলে ক্লাস, পরীক্ষা বন্ধ আছে।শিক্ষার্থীদের উপস্থিতিও নেই সেরকম,বাসের প্রয়োজনীয়তা কিছুটা কম। তাই সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল হয়তো বন্ধ থাকতে পারে।
অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয় খোলা আছে।
আমরা তো হলে, মেসে অবস্থান করছি।প্রয়োজনের তাগিদে শহরে যেতে হয় এবং শহর থেকে ক্যাম্পাসে আসতে হয়।বাস বন্ধ থাকার কারণে বাড়তি টাকা খরচ হচ্ছে এবং সময়ও বেশি লাগবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় যতদিন খোলা থাকবে, ততদিন বাস চলবে।