সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। একইসঙ্গে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সামরিক কর্মকর্তারাও এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে ৩০ সেপ্টেম্বর এ আদেশ সংশোধন করে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়। এরপর ১৬ নভেম্বর প্রথমবারের মতো এর মেয়াদ দুই মাস বাড়ানো হয়, পরে ১২ জানুয়ারি আরও দুই মাসের জন্য বাড়ানো হয়। এবার নতুন করে আরও ৬০ দিনের জন্য এ ক্ষমতার মেয়াদ বাড়ানো হলো।