বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাদের দুই ছেলে নিয়ে সুখের সংসার। কিন্তু সম্প্রতি শোনা যায়, তাদের নাকি বিচ্ছেদ হচ্ছে। আর এই জল্পনার কারণ ছিল সাইফের হাতের ট্যাটু। হঠাৎ অভিনেতার হাত থেকে উধাও হওয়া ট্যাটুটি নিয়ে শুরু হয়েছিল এই জল্পনার।
কিন্তু সেই পুরোনো ট্যাটুটি আবার দেখা গেছে সাইফের হাতে। আর সেটা দেখেই খুশির হাওয়া ‘সাইফিনা’ ভক্তদের মধ্যে। অনেকেই অনুমান করেছিলেন যে সাইফ কাজের জন্যই হয়ত ট্যাটুটি ঢেকেছেন। আর এই ঘটনার পর মনে করা হচ্ছে তাদের সেই অনুমানই সঠিক।
রোববার অভিনেতাকে তার বাড়ির বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখনই তার হাতে স্ত্রী কারিনার নাম লেখা ট্যাটুটি আবার দেখা যায় তার হাতে। আর সেই ট্যাটুর ভিডিওটি স্যোশাল মিডিয়ায় তারা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হার্ট ইমোজি-সহ, নানা মন্তব্যে ভরিয়ে তোলেন কমেন্ট বক্স।