সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিবের নিশ্চুপ থাকা নিয়ে তাকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয় একটি ভিডিও ক্লিপ নিয়ে, যা গতকাল বুধবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাকিবের সঙ্গে এক নারীকে দেখা যায়, যাকে অনেকেই নাফিসা কামাল বলে দাবি করছেন, যিনি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা এবং বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক।
এর পর থেকেই সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন এবং তার স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আলোচনা শুরু হয়, বিশেষ করে শিশির তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাকিবের সঙ্গে তোলা সব ছবি ডিলিট করেছেন বলে ধারণা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে এই বিতর্কের বিষয়ে উম্মে আহমেদ শিশির ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘আপনারা সাকিবের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত রাখতেই পারেন, যা আমি অস্বীকার করছি না। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে (সাকিব) একজন অসাধারণ স্বামী ও বাবা, এবং সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিলেন।’
তিনি আরও জানান, ‘সাকিবের বাইরে ঘোরাফেরা নিয়ে আমি সবসময়ই জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি।’
শিশির আরও বলেন, তিনি সাকিবের সঙ্গে থাকা ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেননি, কেবল প্রাইভেট করেছেন।