পাহাড়িদের ডাকা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ৩৫ পর্যটক হেলিকপ্টারযোগে রাজধানীতে পৌঁছেছেন। তবে সেখানে এখনও কয়েকশ পর্যটক অবস্থান করছেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে ও সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি হেলিকপ্টারে করে ৩৫ পর্যটককে সাজেক থেকে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার বলেন:
“উপজেলা প্রশাসন কিছু পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে করে সোমবার সকাল পর্যন্ত তাঁদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। অবরোধ শিথিলের পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে যান চলাচল শুরু হলে সবাই নিজেদের গন্তব্যে যেতে পারবেন বলে প্রত্যাশা করা যায়।”