ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সরকার ও সরকার (জিটুজি) পর্যায়ের একটি চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। চুক্তির আওতায় মোট ১ লাখ মেট্রিক টন চাল আসার কথা রয়েছে। এখন পর্যন্ত এর মধ্যে ৭২ হাজার ৭০০ টন চাল বাংলাদেশে এসেছে।
চালবাহী জাহাজে আসা চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চাল খালাস কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।