সাতক্ষীরা উপকূলের দ্বীপ ইউনিয়ন গাবুরা। যার চারপাশে অথৈজল মাঝখানে ছোট্ট দ্বীপ। যেখানে বসবাস করে হাজারো পরিবার। জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তভিটা হারাতে হচ্ছে সেখানকার অনেক মানুষের। এদিকে ঝড় জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙনতো লেগেই আছে।
শনিবার (২২ জুন) শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ৯ নং ওয়ার্ডের সোরা মালী বাড়ী সংলগ্ন বেড়িবাঁধে বিকেলে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে আতংকে আছেন এলাকাবাসী।
এদিকে সরকার এর হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান থাকলেও ৯ নং সোরা এলাকার মালীবাড়ীর সামনে আজও পযর্ন্ত কোন ভাবে মেগা প্রকল্পটির কাজ শুরু হয়নি। ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার মানুষ। বন্যা, জলোচ্ছ্বাস দেখা দিলে বসতভিটা ছেড়ে পালাতে হয় তাদের।
গাবুরা ইউনিয়নে ৪৭ টি প্যাকেজের মাধ্যমে মেগা প্রকল্পের কাজ চালু হওয়ার কথা থাকলেও ৯ নং এবং ২৬নং প্যাকেজ চালু না করায় এভাবেই নদী ভাঙনে ভেঙে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় গ্রামবাসীর মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাঁধটি ভেঙে গেলে গাবুরার নয়টি গ্রাম প্লাবিত হবে। মাছের ঘের, বসতবাড়ি সব ভেসে যাবে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আকস্মিক বাঁধে ভাঙন দেখা দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধের ভয়াবহ অবস্থা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বাঁধ মেরামত না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবে না বলেও জানান তিনি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন জানান, বাঁধের ৩০ মিটার এলাকাজুড়ে অবস্থা একটু খারাপ। আকষ্মিক এমন ভাঙন দেখা দিয়েছে। আমরা মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনাস্থলে জিও বস্তা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা রওনা হয়েছেন বলেও জানান তিনি।
মৃত্যুঞ্জয় রায়
সাতক্ষীরা