খাদ্যে ভেজাল থালায় পরিমাণে কম দেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সাতক্ষীরা ভোক্তা অধিকার।
শনিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ের বকচরা এলাকা এবং ঝাউডাংগা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার মনিটরিং কার্যক্রম হিসেবে ২০০৯ ভঙ্গের অপরাধে ৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২,৫০০/- টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন, সহোযোগিতা করেন ক্যাব সাতক্ষীরা। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।