রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে সাত দফা দাবিতে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তারা রাস্তায় অবস্থান নেন। অনেকেই রাস্তায় বসে ও শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন, ফলে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে সাত দফা দাবিতে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তারা রাস্তায় অবস্থান নেন। অনেকেই রাস্তায় বসে ও শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন, ফলে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আহতদের সাত দফা দাবি হলো:
১. ২৪’র যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার।
২.পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার।
৩. আহতদের যথাযথ ক্যাটাগরি নির্ধারণ।
৪. পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও আইনি সুরক্ষা প্রদান।
৭. আহতদের আর্থিক সহায়তা বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা।
আন্দোলনকারীরা গতকাল শনিবার বিকাল থেকে লাগাতার এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন।