যিশু খ্রিস্টের জন্মদিন, সাপ্তাহিক বৃহস্পতি ও শুক্রবার সহ আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তবে বন্ধকালীন সময়ে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল।
রবিবার (১৫ ডিসেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘যিশু খ্রিস্টের জন্ম দিন (শুভ বড় দিন)’ ও ‘শীতকালীন অবকাশ’ উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত মোট ০৭ (সাত) দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।