ছাগলকান্ডের পর থেকে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে নাম উঠে আসে সাদেক অ্যাগ্রোর। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সেই অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। যদিও খামারের আবাসিক কয়েকজন কর্মচারী এতে বাধা দেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
উচ্ছেদ অভিযানের সময় ছাগল–কাণ্ডের আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিসহ অন্যান্য গবাদিপশু সরিয়ে নেওয়া হয়। পবিত্র ঈদুল আজহার আগে এই ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে দেন ইফাত।
ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছে সাদিক অ্যাগ্রো লিমিটেড । এ ছাড়া ওই অংশে রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলোই উচ্ছেদ করা হচ্ছে। সাদিক অ্যাগ্রো মূলত মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গায় করা হয়েছে।
উচ্ছেদ অভিযান চালানো ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে না। খালের জায়গা যে বা যারা দখল করে রেখেছে, তাদের উচ্ছেদে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিল ডিএনসিসি। বুধবার ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়।