বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি সম্প্রতি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনী ও রাষ্ট্রের বিরুদ্ধে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। সমিতি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
সমিতি আরও জানায়, পুনর্গঠিত পুলিশ বাহিনীকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বেনজীর। তিনি অনেক পুলিশ কর্মকর্তাকে বিপদে ফেলে ব্যক্তিগত ফায়দা লোটার চেষ্টা করছেন। তবে সমিতি বিশ্বাস করে, পুলিশ বাহিনী আর কারও পাতানো ফাঁদে পা দেবে না।
বিবৃতিতে তিনটি দাবি উত্থাপন করা হয়:
- অবিলম্বে বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।
- তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে প্রদান এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করা।
- বেনজীর আহমেদ, শেখ হাসিনা ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাজা নিশ্চিত করা।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিদেশে সম্পদের খোঁজে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনও বেনজীর আহমেদের সাম্প্রতিক বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও তার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছে, পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে পুলিশ বাহিনীর অভ্যন্তরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।