সাবেক এমপি চয়ন গ্রেফতার
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। সাবেক এই এমপির বিরুদ্ধে গত ১৪ নভেম্বর একটি চাঁদাবাজি মামলায় অভিযোগ করা হয়। শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন, শাহাদৎ হোসেন ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করতে থাকেন। পরদিন চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতা, ছেলে এবং ভাইসহ আসামিরা বালু বিক্রিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে বাদীকে মারধর এবং হত্যার হুমকি দেওয়া হয়।
পরে, আসামিরা ওই বালু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করে, যার ফলে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেননি, ফলে বাদী ১৪ নভেম্বর আদালতে মামলা করেন। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন শাহবাগে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ আন্দোলনরত শিক্ষকরা ।