দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছেন সাবেক তিন প্রতিমন্ত্রী। এবার সরাসরি জাতীয় সংসদে আসতে না পারলেও সংরক্ষিত নারী আসনে সংসদে আসতে যাচ্ছেন তারা।
তিন প্রতিমন্ত্রী হলেন: টাঙ্গাইল থেকে তারানা হালিম, গাজীপুর থেকে মেহের আফরোজ চুমকি এবং খুলনা থেকে মন্নুজান সুফিয়ান।
অভিনেত্রী-নাট্যপরিচালক তারানা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নকালে যুবলীগের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। তিনি ২০১৫ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। আর ২০১৮ সালে তথ্য প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬-২০০১ সালে তিনি প্রথমে গাজীপুরের সংরক্ষিত মহিলা আসন থেকে এবং পরবর্তী সময়ে গাজীপুর-৫ আসন থেকে টানা তিনবার সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্নুজান সুফিয়ান ২০০৯-২০১৪ মেয়াদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গতকাল সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সঙ্গে গণভবনে বৈঠক করেন। এরপর ৪৮ জনকে চূড়ান্ত করা হয় ও বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া নারী প্রার্থীদের নাম পড়ে শোনান।