ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) এবং মোছা. সুরাহা (৩)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া সুমন তার দুই সন্তানসহ বসবাস করতেন। সেদিন তার ভাই সোহেল পরিবার নিয়ে বেড়াতে আসেন। তারা মিলে পিঠা বানানোর আয়োজন করছিলেন। এ সময় আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।