রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম (সাবেক জিএমপি কমিশনার) ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সোমবার (১৭ মার্চ) পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ১৬ মার্চ রাষ্ট্রপতির নির্দেশে সিনিয়র সচিব নাসিমুল গনি চাকরিচ্যুতির প্রজ্ঞাপনদ্বয়ে স্বাক্ষর করেন।
প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় দায়ের হওয়া এক মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুসারে তাকে ৯ ফেব্রুয়ারি থেকে চাকরি থেকে সাময়িক বরখস্ত করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জ মডেল থানায় ৮ জানুয়ারি দায়েরকৃত মামলায় ৯ ফেব্রুয়ারি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত আব্দুল মান্নানকে (সাবেক সিলেট পুলিশ সুপার) গ্রেপ্তার করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে প্রেরণের নির্দেশ দিলে একই আইনের ৩৯(২) ধারায় তার চাকরিও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
উভয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুতির সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধিমতো খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন। মামলার প্রেক্ষিতে গৃহীত এই ব্যবস্থা প্রশাসনের জবাবদিহিতার প্রতিই ইঙ্গিত করে।