ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। সুপারস্টার শাকিব খানের সাথে বিচ্ছেদের পরে বুবলীকে নিয়ে চলছে নানান সমালোচনা। কখনো সাক্ষাৎকারে কখনোবা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরণের ছবি প্রকাশ করে আলোচনার সম্মুখীন হচ্ছেন বুবলি।
গতকাল রবিবার (২৬ মে ) সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলি। ভিডিওটিতে দেখা যায় ,কালো গেঞ্জি ,আর্মি প্যান্ট আর হাতে ঘড়ি নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সড়কে হাসি মুখে মোবাইলের সামনে লুক দিচ্ছেন তিনি । ভিডিওটির ক্যাপশনে লিখেন,”সেলফ লাভ ইস দা বেস্ট লাভ”। যার বাংলা অর্থ, আত্মপ্রেমই শ্রেষ্ঠ প্রেম। ভিডিওটি দেখে নেটিজেনরা বুবলিকে প্রশংসায় ভাসাচ্ছেন।
উল্লেখ্য ,আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শবনম বুবলি ও সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’ । ইতিমধ্যে এই সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে ,যেটি নিয়ে প্রশংসিত হয়েছেন তারা।