সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করতে চলেছে অস্ট্রেলিয়া। মুঠোফোনসহ সকল ইলেকট্রনিক ডিভাইসের প্রতি শিশুদের আসক্তি রোধে এ সিদ্ধান্ত নিচ্ছে দেশটি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ পদক্ষেপের বিষয়ে কথা বলেন। ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যান্থনি অ্যালবানিজ বলেন:
“বাচ্চাদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের (নেতিবাচক) প্রভাব অভিশাপের ন্যায়। শিশুরা যেন বাস্তবসম্মতভাবে মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া করে অভিজ্ঞতা অর্জন করতে পারে সেজন্য এটি থেকে তাদের দূরে রাখতে এই বছরই একটি আইন পাসের বিষয়ে ভাবা হচ্ছে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা অন্যান্য সামাজিক সাইটগুলোতে লগইনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সের সীমাটি এখনও নির্ধারণ করা হয়নি।”