ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পতিত সরকারপ্রধান শেখ হাসিনার বক্তব্য ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার বেলা ১২টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টটিতে বলা হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জুলাইয়ের শহীদেরা। আমাদের শহীদেরা আমাদের ঐক্যের জায়গা। পতিত ফ্যাসিবাদি খুনি হাসিনার সাইকোপ্যাথিক বক্তব্য ও আওয়ামী গণহত্যাকারীদের অব্যাহত হুমকি জনগণের মুক্তি সংগ্রামের নায়কদের আত্মত্যাগকে অবমাননা করেছে।
এর প্রতিবাদে আজ (শুক্রবার) বিকাল ৪টায় জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যেকটি পয়েন্টে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সূতিকাগার হিসেবে শহীদি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আরইউএস