ফের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ত্রুটির কারণে থেমে যায় মেটার জনপ্রিয় এই তিন সামাজিক মাধ্যম। বুধবার (৩ এপ্রিল) রাতে এই তিনটি সামাজিক মাধ্যমে সমস্যা হয়। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সমস্যা শুরু হয়।
যুক্তরাজ্যের ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, ” সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রায় ৮২ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের সমস্যার কথা জানিয়েছে। অন্যদিকে ৭টা ২০ মিনিটের দিকে ৩৭০০ ইনস্টাগ্রাম ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। আর ৭টা ২৩ মিনিটে ১৮৪০ ব্যবহারকারী ফেসবুকে সমস্যার কথা রিপোর্ট করেন।”
তবে কয়েক ঘণ্টা পরেই সমস্যার অনেকাংশে সমাধান হয়ে যায়।