বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়া, এরপরই লাগাতার হত্যার হুমকি, পুরো বিষয়টি নিয়ে স্বস্তিতে নেই বলিউড ভাইজানখ্যাত সালমান খান ও তার পরিবার। এই ঘটনায় পুরো বলিউড পরিবারই যেন আতঙ্কে রয়েছে। আর বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত এই খবরে কেঁদেই চলেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তে দেখা যায়,বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি হামলার ঘটনায় কেঁদে বুক ভাসাচ্ছেন ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ভিডিওতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতি অনুরোধ করতেও দেখা যায় রাখি সাওয়ান্তকে। বিষ্ণোই গ্যাংয়ের কাছ হাত জোড় করে রাখি বলেন,‘ওনাকে ছেড়ে দিন। দয়া করে সালমান খানকে মারবেন না। তার এখনও পর্যন্ত নিজের সংসার ও হয়নি। ’
উল্লেখ্য সালমানের বাড়িতে গুলি চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।