দেশের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনেতা আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করার পর তুমুল খ্যাতি পেয়েছেন তিনি।
সম্প্রতি আরটিভির ‘ঈদ কার্নিভ্যাল’ অনুষ্ঠানে হাজির হয়ে নানান প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে বিভিন্ন কথার প্রেক্ষিতে তিনি বলেন, ❝ঈদের দিন ঝগড়া না হলে আমার মনে হয় ঈদই হলো না। সকালবেলা চেঁচামেচি শুনব, এখনো গোসল হয়নি, রেডি হয়নি, এখনো সবকিছু হয়নি, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে।❞
সালামি প্রসঙ্গেও দারুণ এক কথা বলেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, ❝জীবনে সর্বোচ্চ সালামি পেয়েছি আড়াই থেকে তিন লাখ টাকা। এর বেশি কখনো পাইনি।❞
উল্লেখ্য, ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় অভিনেত্রী তমা মির্জার। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।