সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকা ফিরছেন তরুণ ফুবলার ফাহামিদুল। সরাসরি ইতালী থেকে রাজধানীর একটি হোটেলে উঠেছেন এই ফরোয়ার্ড।
ইতালির চতুর্থ স্তরের পেশাদার লিগ সেরি ‘ডি’-তে খেলা ১৮ বছর বয়সী ফাহামিদুল এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। তবে ভারতের বিপক্ষে মার্চ মাসে অনুষ্ঠিত ম্যাচের প্রস্তুতির সময় তিনি শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারেননি এবং মাঝপথেই ফিরে যান ইতালিতে।
তার এই ফিরে যাওয়া নানা গুঞ্জন ও বিতর্কের জন্ম দেয়। তখন অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, দলে থাকা ‘সিন্ডিকেটের’ কারণে তাকে জায়গা দেওয়া হয়নি। যদিও কোচ হাভিয়ের কাবরেরা পরিস্কার করে বলেছিলেন, ‘আমি নিজেই তাকে ক্যাম্পে ডেকেছিলাম এবং আমিই তাকে বাদ দিয়েছি।
এবার দ্বিতীয় সুযোগে জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত ফাহামিদুল জানান, দেশের জার্সি গায়ে সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত তিনি। ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি। এরপর বাফুফে কর্তৃপক্ষের সহায়তায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওঠেন।
জাতীয় দলের স্প্যানিশ কোচ কাবরেরা ৩১ মে থেকে শুরু করতে যাচ্ছেন প্রাথমিক ক্যাম্প। একই সঙ্গে তিনি নজর রেখেছেন কানাডা প্রবাসী সামিত সোমের দিকেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, সামিত ৪ জুন ভোরে ঢাকায় পৌঁছাবেন। তবে একই দিন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় সেই ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। মূলত সিঙ্গাপুর ম্যাচের জন্যই সামিতকে বিবেচনায় রেখেছেন কোচ।