Home » news » ‘সিঙ্গেলফাদার’ হচ্ছেন অভিষেক বচ্চন
বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের ডিভোর্সের গুঞ্জন নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তবে এ বিষয়ে খোলামেলা কথা বলেননি তারা। জানা গেছে, দুজনের কেউ তাদের বিয়ের আংটি পরছেন না এবং ঐশ্বরিয়া, মেয়ে আরাধ্যাকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা থাকছেন।
এদিকে, অভিষেক বচ্চনের নতুন সিনেমার খবর সামনে এসেছে। আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে প্রাইম ভিডিওর তরফ থেকে তার নতুন সিনেমা ‘বি হ্যাপি’র পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে অভিষেকের সঙ্গে দেখা গেছে ইনায়াত বর্মাকে।
রেমো ডি’সুজা পরিচালিত এই সিনেমায় অভিষেক একজন সিঙ্গেলফাদার হিসেবে হাজির হবেন। সিনেমাটিতে বাবা-মেয়ের একটি জুটির গল্প তুলে ধরা হবে।
রেমো বলেন, “‘বি হ্যাপি’ একটি সিঙ্গেল ফাদার এবং তার মেয়ের ভারতের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে পারফর্ম করার স্বপ্ন পূরণের গল্প। তাদের অসাধারণ যাত্রা দর্শকদের হৃদয়ে দাগ কাটবে। আন্তর্জাতিক কন্যা দিবসে এর থেকে ভালো আর কী হতে পারে!”
এ পরিচালক-কোরিওগ্রাফার আরও বলেন, “আমি বিশ্বাস করি, এই হালকা মেজাজের, আবেগঘন গল্প নিয়ে বানানো সিনেমাটি দর্শকদের আনন্দ দেবে। অ্যামাজনে প্রিমিয়ারের অপেক্ষায় আছি।”
‘বি হ্যাপি’-তে অভিষেক বচ্চন, নোরা ফাতেহি, এবং ইনায়াত বর্মা প্রধান চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও, এতে জনি লিভার এবং হারলিন শেট্টিকেও দেখা যাবে।