বেশ কিছুদিন ধরেই কানাঘুষায় শোনা যাচ্ছিল যে শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাদের ব্রেকআপ হয়েছে। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন তিনি বর্তমানে সিঙ্গেল।
সম্প্রতি শ্রুতি হাসান সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন। এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশ্যে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এই ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’
গত এপ্রিলে শোনা গিয়েছিল যে বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর নাকি আলাদা হয়ে গিয়েছেন শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। এমনকি ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি রহস্যজনক পোস্টও করেন। সেখানে তিনি লেখেন, ‘দারুণ একটা মজার সফর ছিল। অনেক কিছু শিখেছি নিজের ব্যাপারে, মানুষের ব্যাপারে। আমাদের এসব নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই। নাকি আছে?’