সম্প্রতি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী জায়েদ খান ও নুসরাত ফারিয়া গিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। তাদের সাথে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। সিডনির ক্যাম্পসিতে আয়োজিত ‘বৈশাখী আড্ডা’ অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করেন তাঁরা।
অনুষ্ঠানের শুরুতেই গান শুনিয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। তিনি বলেন, ‘সিডনিতে এবারই প্রথম গান গেয়েছি। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আয়োজকদের বিশেষ ধন্যবাদ।’ এবং এরপরই দর্শকদের উদ্দেশ্যে নাচ পরিবেশনা করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
তবে অনুষ্ঠানে ভরপুর বিনোদন দিয়েছেন জায়েদ খান। তারপর দর্শকের অনুরোধে দিয়েছেন তাঁর ভাইরাল ডিগবাজি। জায়েদ খান বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই ভালোবাসা পাই। সিডনিতেও আমার অনেক ভক্ত রয়েছেন, তাঁদের ভালোবাসা পেয়েছি।’