শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। মাঝেমধ্যে কাজের সুযোগ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। তবে সম্প্রতি তিনি একাধিক ওয়েব সিরিজ ও সিনেমার কাজ শেষ করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিয়ে দীঘি ছিলেন বেশ উচ্ছ্বসিত।
কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি তাকে আবারও হতাশ করেছে। কিছুদিন আগেই দীঘি শেষ করেছেন ‘জংলি’ সিনেমার কাজ, যা ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির কারণে নির্মাতা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
শুধু এই সিনেমাই নয়, দীঘি সম্প্রতি শেষ করেছেন ‘৩৬-২৪-৩৬’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজও। কিন্তু রেজাউর রহমান পরিচালিত এই ফিল্মটির মুক্তিতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “আমরা কার্যক্রম পুনরায় শুরু করেছি, তবে ‘৩৬-২৪-৩৬’ ছবিটির মুক্তি নিয়ে নতুন করে এখনও ভাবিনি। কারণ এটি যে ধরনের কনটেন্ট, বর্তমান পরিস্থিতি সেই ধরনের প্রচারের জন্য উপযুক্ত নয়।”
এমএ//