যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মাইক্রোবাসটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান, মাইক্রোবাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এতে চালক বাধ্য হয়ে মাইক্রোবাসটি থামান। এরপর ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। তারা যাত্রীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে।