আজ বিকেল সাড়ে ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
যেখানে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।প্রথম টি-টোয়েন্টিতে হারের পরে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার টাইগার বাহিনীর সামনে সিরিজ জয়ের অপেক্ষা।
বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারকে দেখা যেতে পারে, আরো দেখা যেতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তিনজনেই রয়েছেন দারুণ ছন্দে।
আর বল হাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে।