সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
গেল মাসে বিদ্রোহীদের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর এই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার কাতার থেকে একটি ফ্লাইট দামেস্ক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের মধ্যে আনন্দ-উত্তেজনা দেখা যায়। বিমানবন্দরের পরিচালক আনিস ফালাও এ বিষয়ে বলেন, “আজ নতুন সূচনা হলো। আমরা আবার ফ্লাইট আগমন ও বহির্গমন শুরু করেছি।”
দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজায় গেছে। এর আগে সোমবার দুপুরে কাতার থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ করেছিল।
সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু আরো পড়ুন
সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। সংস্থার প্রধান আশহাদ আল-সালিবি এ কার্যক্রমের পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সিরিয়ার সরকারকে সহায়তা দিতে এবং জরুরি সেবাগুলো সচল রাখতে যুক্তরাষ্ট্র আগামী ছয় মাসের জন্য কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর এই ঘোষণা দিয়ে জানায়, সিরিয়ার বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। ফ্রান্সের ডানপন্থি নেতা ল্য পেনের জীবনাবসান আরো খবর পড়ুন ।
আরএস