সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর এক গুপ্ত হামলায় ১৪ জন নিরাপত্তা সদস্য নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমাঞ্চলীয় তারতুস শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নতুন সরকার। খবর বিবিসির।
প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী রাজধানী দামাস্কাসের সাইদনায়া কারাগারের সঙ্গে জড়িত এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার শিকার হয়।
মাত্র দুই সপ্তাহ আগে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) উত্তর-পূর্ব সিরিয়া থেকে অভিযান চালিয়ে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। বিদ্রোহীরা দ্রুততার সঙ্গে পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটায়। আসাদ ও তার পরিবার রাশিয়ায় পালিয়ে আশ্রয় নেয়। ক্ষমতা দখলের পর এইচটিএস সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, তারতুসে সংঘর্ষে তিন যোদ্ধাও নিহত হয়েছে। পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সেনা মোতায়েন করে।
এদিকে হোমসে এক আলাওয়ি মাজারে হামলার পুরনো ভিডিও প্রকাশের পর অস্থিরতা দেখা দিলে সেখানে কারফিউ জারি করা হয়েছে।
সরকারি গণমাধ্যমের দাবি, এটি বিদ্রোহীদের আলেপ্পো আক্রমণের সময়কার ভিডিও।
এসওএইচআর আরও জানায়, হোমসে বিক্ষোভের সময় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এছাড়া, বিক্ষোভের খবরও পাওয়া গেছে লাতাকিয়া, তারতুস এবং আসাদের নিজ শহর কারদাহায়ও।
আরএস