গত দুই দিনে সিরিয়ায় ইসরায়েল ৪৮০টি আক্রমণ চালিয়েছে, যার লক্ষ্য ছিল দেশটির সামরিক অবকাঠামো ও সরঞ্জাম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই হামলাগুলো সিরিয়ার সামরিক সম্পদ নিষ্ক্রিয় করতে পরিচালিত হয়।
আইডিএফের বিবৃতিতে উল্লেখ করা হয়, সিরিয়ার আল-বায়দা ও লাতাকিয়া বন্দরে সোমবার রাতে হামলা চালানো হয়। লাতাকিয়া বন্দরে ১৫টি জাহাজ নোঙর করা ছিল, যা হামলায় ধ্বংস হয়। বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজে বন্দরের একাংশে ব্যাপক ক্ষতি ও জাহাজের ধ্বংসাবশেষ দেখা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত রোববার থেকে সিরিয়ায় ৩১০টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই আক্রমণকে কৌশলগত সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বিদ্রোহীদের ১২ দিনের অভিযানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এবং রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে দেশটির দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের শাসনের অবসান হয়েছে। রাজনৈতিক পরিবর্তনটি মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।