সিরিয়া পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে বৈঠকে বসছেন সিরিয়া, ইরাক ও ইরানের প্রতিনিধি দল। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকটি এমন এক সময়ে আয়োজন করা হয়েছে, যখন সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহর বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। একইভাবে হামা শহরও বিদ্রোহীদের দখলে চলে গেছে। গত সপ্তাহ থেকে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষের পর, সরকারি সেনারা উভয় শহর থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাববাগ ইতোমধ্যেই বৃহস্পতিবার বাগদাদে পৌঁছেছেন এবং আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীরও ইরাক সফরের কথা রয়েছে।
ইরাকি ও সিরীয় সূত্র জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন জানাতে ইরাকি যোদ্ধারা সম্প্রতি সিরিয়ায় প্রবেশ করেছে। এ ছাড়া ইরান-ইরাক সমর্থিত আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি সিরিয়া সীমান্তে অবস্থান করছে। ইরাকের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
আরএস