সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, নতুন সরকার ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর টাইমস অব ইসরায়েলের।
মাহের মারওয়ান বলেন, “আমাদের ইসরায়েলের প্রতি কোনো শত্রুতা নেই। এখানে এমন একটি সমাজ রয়েছে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং বিরোধ চায় না। আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হতে চাই না যা ইসরায়েল বা অন্য কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। আমাদের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা।”
তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইসরায়েলের উদ্বেগ কিছুটা স্বাভাবিক ছিল। ইসরায়েল তখন সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে এবং বিমান হামলা চালায়।
এদিকে, হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে চালানো এক অভিযানে চলতি মাসের শুরুতে আসাদ সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। আসাদের পতনের পর ইসরায়েল পাঁচ শতাধিক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো।
এছাড়া, গোলান মালভূমি পেরিয়ে জাতিসংঘের বাফার জোন অতিক্রম করে ইসরায়েলি সেনারা সিরিয়ার ভেতরে প্রবেশ করে। তেল আবিব দাবি করেছে, এসব হামলা কৌশলগত সামরিক সক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
আরএস//বিএন