সিলেট নগরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজন নেতার বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (২ এপ্রিল) সকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের পাঠানটুলা এলাকায় শতাধিক তরুণ-যুবক একটি মিছিল সহকারে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা চালায়। তারা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। একইভাবে, শুভেচ্ছা আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল), টিলাগড়ে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মেজরটিলায় ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ এবং পীর মহল্লায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় হামলা চালানো হয়।
সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ধোপাদিঘিরপাড় এলাকায় ছাত্রলীগের ব্যানারে ৩০-৪০ জন তরুণ একটি ঝটিকা মিছিল বের করে। এর জের ধরেই বিকেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মিছিলের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মিছিলকারীদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করে আটক করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার বিষয়টি আমরা শুনেছি এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছি।”