সিলেট জেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সিলেট জেলা পরিষদের সামনে ম্যুরালটি ভাঙার কাজ শুরু হয়।
এর আগে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল এবং তাওহীদি জনতা জেলা পরিষদে অবস্থিত ম্যুরালটি ভাঙতে একতা প্রকাশ করেন। বুধবার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে এসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেয়ার খবর জানালে সিলেটসহ দেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে, সিলেটের বঙ্গবন্ধু ম্যুরালটি পুরোপুরি ভেঙে ফেলা হয়।
এর আগে, সিলেট শহরের বন্দরবাজার থেকে বুলডোজারসহ মিছিল নিয়ে জেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের নেতৃত্বাধীন সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।