সিলেটের এম. সি কলেজ শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
এ সময় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক তানজিম আহমেদের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, ’কয়েকদিন আগে আমরা একটা মানববন্ধন করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। গতকাল দেখলাম সিলেটের এম সি কলেজে একজন শিক্ষার্থীর উপর শিবির হামলা করেছে, বিকল্প মতাদর্শের মানুষের উপর দমন করার চেষ্টা করেছে। তারা মুখে যতই সংবেদনশীলতার কথা বলুক, কাজে সেটা প্রমাণ করতে পারেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসগুলোতে কেউ সন্ত্রাসী কার্যক্রম করবে, সেটা আমরা মেনে নিবো না।’
- ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, ’পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আশায় বুক বেঁধে ছিলাম আমাদের দেশে শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে। কিন্তু দেশে আবার পূর্বের রূপে সন্ত্রাসী ছাত্র রাজনীতি ফিরে এসেছে। সিলেট এমসি কলেজে শিবির কর্তৃক যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে যে দলগুলো বাধা দিচ্ছে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি ক্যাম্পাস গুলোতে সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে।’