জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং সমাজবিজ্ঞান অনুষদভু্ক্ত ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) ‘সি-১’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের (ছাত্র-ছাত্রী) পরীক্ষার মধ্য দিয়ে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।
সর্বমোট চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২য় ও ৩য় শিফটে ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪র্থ শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ পরীক্ষার সমাপ্তি ঘটে। দুই ইউনিটে আসনপ্রতি গড়ে ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ৫০৪ জন পরীক্ষা দিয়েছেন। সেই হিসেবে এক আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৮৬ জন।
এদিকে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১০ হাজার ৮৫৮ জন এবং নারী শিক্ষার্থী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসনপ্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী দিয়েছেন। ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে (ju-admission.org) প্রকাশিত হবে।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়