চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যাদবপুর গ্রাম থেকে দুই বাংলাদেশি নাবালিকাকে পাচারকালে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)। একই অভিযানে শরিফুল ইসলাম (৪৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।
আটক শরিফুল ইসলাম পাশের জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেঁপুলবাড়িয়া গ্রামের মলুক চাঁদ মণ্ডলের ছেলে। আর উদ্ধারকৃত দুই নাবালিকার বাড়ি ঢাকা জেলায়। বিজিবি জানিয়েছে, তাদের নির্দিষ্ট একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, যাদবপুর গ্রামে পাচারের উদ্দেশ্যে আশ্রয় নেওয়া দুই নাবালিকা লুকিয়ে আছে। এই তথ্যের ভিত্তিতে বেনীপুর ও কুসুমপুর বিওপির দুটি টহল দল দ্রুত সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া নাবালিকাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা তাদের নিয়ে যাওয়ার সময় চিৎকার করায় তারা পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল জানতে পারে, স্থানীয় জনসাধারণ শরিফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করে মারধর করছে। খবর পেয়ে বেনীপুর বিওপির সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া নাবালিকারা শরিফুলকে সনাক্ত করে এবং স্থানীয়রা জানায়, পাচার চক্রের মূল হোতা যাদবপুর গ্রামের সাত্তার নামে একজন ব্যক্তি। বিজিবি জানিয়েছে, আটক পাচারকারী শরিফুল ও পলাতক সাত্তারের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত নাবালিকাদের নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।