সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছে বিদায়ী জো বাইডেন প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, আল-বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী সুদানের জনগণের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এতে স্কুল, বাজার, হাসপাতালের মতো সুরক্ষিত স্থাপনার ওপর বিমান হামলা করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ অভিযোগ করেছে, সুদানের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা প্রবেশাধিকার অস্বীকার করেছে এবং খাদ্য সংকটকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে।
এর আগে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর নেতা মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সুদানের সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের জেরে ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হয়। ১৮ মাস ধরে চলা এই সংঘাতে লাখো মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।
এই সংঘর্ষে দেশব্যাপী মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য সংকট ও দুর্ভিক্ষের কারণে লাখো মানুষের জীবন ঝুঁকির মুখে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সুদানের পরিস্থিতি স্থিতিশীল করতে কতটা কার্যকর হবে, তা নিয়ে আলোচনা চলছে।
আরইউস