সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের জাভা ভোল মাছ। এটির দাম তোলা হয়েছে ৪ লাখ টাকা। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে মাছটি লোকালয়ে নিয়ে আসে জেলেরা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শুকুর আলী নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এই সামুদ্রিক জাভা ভোল মাছ। মাছটির দাম চাওয়া হয়েছিলো পাঁচ লাখ টাকা। তবে রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত মাছটির দাম উঠেছে চার লাখ টাকা।
জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের এতো দাম মূলত এর ওষুধি গুণের কারণে। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। জাভা ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়। জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।