ইরানের রাজধানী তেহরানের সুপ্রিম কোর্ট ভবনে দুই বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। বিচার বিভাগের ওয়েবসাইট মিজানের প্রতিবেদনে জানানো হয়েছে, তিন বিচারককে লক্ষ্য করে হামলা করা হয়।
দুই বিচারক নিহত হওয়ার পর বন্দুকধারী আত্মহত্যা করেন। এছাড়া, হামলায় এক বিচারক আহত হয়েছেন।
মিজান জানিয়েছে, নিহত দুই বিচারক হলেন আলি রাজিনি ও মোহাম্মদ মোগিশে। তারা জাতীয় নিরাপত্তা, নজরদারি এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত মামলাগুলোর বিচারে জড়িত ছিলেন।
এই হামলার ঘটনার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়, তবে কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।